মাদকের সর্বনাশা ছোবল!


মাদকের সর্বনাশা ছোবল!
সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথায় ???
মাদকে শেষ হয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম, আর সেই সাথে ক্ষয়ে যাচ্ছে দেশের ভবিষ্যৎ প্রাণ শক্তি। মাদকের বিরুদ্ধে টিভি, পত্র পত্রিকায় লেখালেখি ও বিভিন্ন ভাবে প্রচার করা হচ্ছে। সামাজিক, পারিবারিক, ধর্মীয় ও অর্থনৈতিক দৃষ্টি কোন মাদক কিকি ক্ষতি বয়ে আনে সে গুলো তরুণ প্রজন্মকে বুঝানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু কিছুতেই যেন মাদকের সর্বনাশা বিস্তার বন্ধ হবার নয়।সবকিছু শুভ প্রচেষ্টা ব্যর্থতার অন্ধকারে ঢাকা পড়ে যাচ্ছে । কুষ্টিয়ার শহরের চৌরহাস ফুলতলা মোড়, হয়ে উঠেছে মাদকের অভয়ারণ্য। তরুণ প্রজন্মের বড় একটি অংশ ইতোমধ্যেই মাদকের খপ্পড়ে পড়ে গেছে। বাড়ছে পারিবারিক অশান্তি, সামাজিক অস্থিরতা । একবার মাদকাসক্ত হলেই আর রক্ষা নেই।মাদকাসক্ত ব্যক্তিকে, না শাস্তি দিয়ে ফেরানো যায়, না বুঝিয়ে।মাদকের টাকা যোগাড় করতে চুরি, ছিনতায়ের ঘটনাও অহরহ ঘটেছে। যার সুরাহ করা কঠিন হয়ে গেছে। নজর নেই প্রশাসনের । সমাজপতি কিংবা জনপ্রতিনিধি কারোর নেই কোন সু নজর । এভাবে চলতে থাকলে মাদকের কালো থাবা পুরো সমাজটাকে গিলে খাবে। সুব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের আহবান জানিয়েছেন সচেতন মহল।
Leave a Reply