প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে বিজ্ঞান….


জে.এন.এস. ডেক্স: সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের পাঠ্য বইয়ের নবম অধ্যায়ের ‘আমাদের জীবনে প্রযুক্তি’ বিষয়ে ‘সঠিক উত্তর লেখ বা টিক চিহ্ন দাও’ (যোগ্যতাভিত্তিকসহ) আলোচনা করা হলো।
সঠিক উত্তর লেখ :
১. কোনটি সঠিক ?
ক. বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে কোন সম্পর্ক নেই
খ. বিজ্ঞান ও প্রযুক্তি একই বিষয়
গ. বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে
ঘ. প্রযুক্তির জন্য বিজ্ঞানের কোন প্রয়োজন নেই
২) শিল্পবিপ্লব কখন হয়েছিল ?
ক. ১৭শতক খ. ১৮শতক
গ. ১৯শতক ঘ. ২০শতক
৩) কোনটি রাসায়নিক প্রযুক্তি ?
ক. সার খ. ট্রাক্টর
গ. উচ্চ ফলনশীল উদ্ভিদ
ঘ. সেচ পাম্প
৪) নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া?
ক. অধ্যয়ন খ. অনুশীলন
গ. লেখা ঘ. পর্যবেক্ষণ
৫) প্রযুক্তির উদ্ভাবনে কোনটি প্রয়োজন ?
ক. আর্থিক সামর্থ্য খ. দৈহিক সামর্থ্য
গ. বংশগত পরিচয় ঘ. বিজ্ঞানের জ্ঞান
৬) আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ কোনটি ?
ক. কম্পিউটার খ. ইন্টারনেট
গ. পাওয়ার টিলার
ঘ. যুদ্ধের অস্ত্র নির্মাণ ও এর ব্যবহার
৭) নিচের কোনটি লেখাপড়ার
প্রযুক্তি?
ক. ট্রাক্টর খ. থার্মোমিটার
গ. কলম ঘ. সেচ পাম্প
৮) বিজ্ঞানের জ্ঞানের ক্ষেত্রে কোনটি সঠিক ?
ক. অনুমান দ্বারা সমর্থিত
খ. ধারনা দ্বারা সমর্থিত
গ. যুক্তি তর্ক দ্বারা সমর্থিত
ঘ. পরীক্ষা-নিরীক্ষা দ্বারা সমর্থিত
৯) প্রযুক্তি কী ?
ক. প্রকৃতি সম্পর্কিত জ্ঞান
খ. বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ
গ. জ্ঞানের অপব্যবহার
ঘ. প্রাকৃতিক ঘটনাকে ব্যাখা করা
১০) চিকিত্সা ক্ষেত্রে কোন প্রযুক্তিটি ব্যবহূত হয় ?
ক. বই খ. থার্মোমিটার
গ. গাড়ি ঘ. সেচপাম্প
১১) কোনটি কৃষি প্রযুক্তি ?
ক. থার্মোমিটার খ. বই
খ. সেচপাম্প ঘ. গাড়ি
১২) বাসাবাড়িতে কোন প্রযুক্তি ব্যবহূত হয় ?
ক. ট্রাক্টর খ. সেচপাম্প
গ. মাইক্রোস্কোপ ঘ. রেফ্রিজারেটর
১৩) প্রাচীনকালে বিজ্ঞানের ভিত্তি কী ছিল ?
ক. জীবনকে সহজতর করা
খ. ব্যবহারিক জীবনের সমস্যা সমাধান করা
গ. পরিবেশকে নিয়ন্ত্রণ করা
ঘ. প্রকৃতি সম্পর্কে জানা
১৪) কোন সময়ে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটেছিল ?
ক. সতেরো শতকে
খ. আঠারো শতকে
গ. উনিশ শতকে
ঘ. পনেরো শতকে
১৫) আঠারো শতকে কোন ক্ষেত্রটিতে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয় ?
ক. চিকিত্সা খ. শিক্ষা
গ. কৃষি ঘ. মহাকাশ
প্রথমে নিজে চেষ্টা করো
উত্তর :১) গ. বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে ২) খ. ১৮শতক ৩) ক. সার ৪) ঘ. পর্যক্ষেণ
৫) ঘ. বিজ্ঞানের জ্ঞান ৬) ঘ. যুদ্ধের অস্ত্র নির্মাণ ও এর ব্যবহার ৭) গ. কলম ৮) ঘ. পরীড়্গা-নীরিড়্গা দ্বারা সমর্থিত ৯) খ. বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ ১০) ক. থার্মোমিটার
১১) খ. সেচপাম্প
১২) ঘ. রেফ্রিজারেটর
১৩) ঘ. প্রকৃতি সম্পর্কে জানা
১৪) খ. আঠারো শতকে
১৫) গ. কৃষি
Leave a Reply