ডেনমার্ক আওয়ামী লীগ সাধারন সস্পাদক মোঃ মাহবুবুর রহমানের শুভ জন্মদিন


কোনো একটি দল, গোষ্ঠী অথবা কোনো দেশকে নিয়ন্ত্রণ করার গুরুদায়িত্ব পালন করে কোনো নেতা।নেতা তার অধীনে থাকা কর্মীদের নেতৃত্ব দেন,সকল নেতাকর্মীর মন জয় করে একটি দলকে সুসংগঠিত রাখেন।
প্রত্যেকটি কর্মীও চায় নেতার শুভ দৃষ্টিতে থাকতে।কোনো বিশেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে দলের নেতাকর্মীদের তাদের নেতার সুনাম করতে দেখা যায়।
একটি সংগঠনের অধীনে অনেক গুলো উপসংগঠন থাকে যেমন আওয়ামী লীগকে কেন্দ্র করে থাকে ছাত্রলীগ, শ্রমিকলীগ সহ আরো নানাবিধ উপসংগঠন। প্রত্যেকটি সংগঠনের সভাপতি, সহ-সভাপতি, সাধারন সস্পাদক, সহ মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মী থাকে। হ্যাঁ, আমরা এমন একজন সুযোগ্য নেতার কথা বলছি। যিনি দেশের বাইরে থেকেও, ফুটিয়ে তুলছে বাংলাদেশের সুনাম। তিনি হলেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারন সস্পাদক, “মোঃ মাহবুবুর রহমান”।
আজ বুধবার ০১/০৬/২০২২ ইং তারিখ ডেনমার্ক আওয়ামী লীগের নির্ভীক সৈনিক, সৎ-নিষ্ঠাবান ও সুযোগ্য সাধারন সস্পাদক মোঃ মাহবুবুর রহমানের শুভ জন্মদিন। আল্লাহ তাকে সাড়া জীবন সততা, ন্যায়-নিষ্ঠা ও সুস্থতার সাথে জীবনযাপন তৌফিক দান করুক, আমিন। জন্মদিনের এই শুভ দিন উপলক্ষে, বহুল প্রকাশিত “দৈনিক জয়যাত্রা” পত্রিকা ও jnsnewbd.com এর পক্ষ থেকে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহর কাছে দোয়া, আন্তরিক শুভেচ্ছা ও জন্মদিনের অভিনন্দন।
মিষ্টি আলোর ঝিকিমিকি,
সবুজ ঘাসে ঘাসে।
স্নিগ্ধ হাওয়ায় দুলিয়ে মাথা,
ফুলের কলি হাসে।
পাখির গানে পরিবেশে মায়াবি এক ধোঁয়া।
পেয়েছে ওরা আপনার,
শুভ জন্মদিনের ছোঁয়া…
“” শুভ জন্মদিন “”
”মোঃ মাহবুবুর রহমান,,
সাধারন সস্পাদক
ডেনমার্ক আওয়ামী লীগ।
Leave a Reply