ডিবি পরিচয়ে ছিনতাই করত ওরা ১১ জন


জে.এস.এন. নিউজ ডেক্স : বিশেষ প্রতিনিধি ওরা ১১ জন দাপিয়ে বেড়াত রাজধানীর বিভিন্ন সড়ক। ভিন্ন ভিন্ন কৌশলে ছিনতাই করাই ছিল তাদের লক্ষ্য। তবে ডিবি পুলিশ পরিচয়ই দিত বেশি। সম্প্রতি রাজধানীর কোতোয়ালি থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এদের মধ্যে তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ৮ জনের রিমান্ড শেষে গতকাল আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির কোতোয়ালি জোনের সহকারী কমিশনার সাইফুল আলম মুজাহিদ। গ্রেফতারকৃতরা হচ্ছেন: সরোয়ার হোসেন ওরফে সরোয়ার খাঁ, মো. দুলাল, আনোয়ার গুলদার, আমির, মো. নাছির হাওলাদার, ইমন ওরফে কাজল কুমার দে, ইকবাল, সোহাগ খান, জাকির হোসেন, সুমন ও রমজান। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একজোড়া হ্যান্ডকাফ, ২টি ডিবির জ্যাকেট ও ছিনতাইকৃত মালামাল। সাইফুল আলম মুজাহিদ আরো বলেন, গত ১৭ আগস্ট কোতোয়ালি থানার জনসন রোডে ডিবি পরিচয়ে এক কাপড় ব্যবসায়ীর ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে কোতোয়ালি থানায় মামলা হয়। পরবর্তীতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ১৯ আগস্ট ভোরে রায়সাহেব বাজার মোড় থেকে সোহাগকে গ্রেফতার করা হয়। সোহাগের দেওয়া তথ্যমতে এই ১১ জনের ছিনতাইকারী গ্রুপের সন্ধান পাওয়া যায়। ঐদিন গাজীপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে চক্রের ইকবাল, জাকির ও সুমনকে গ্রেফতার করা হয়। সাইফুল আলম মুজাহিদ জানান, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে গত ২০ আগস্ট ভোরে টঙ্গীর চেরাগআলী থেকে সরোয়ার খাঁকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে সরোয়ারকে নিয়ে পল্টন ও নর্দা এলাকায় অভিযান চালিয়ে দুলাল, আনোয়ার, আমির, নাসির, ইমন ও রমজানদের গ্রেফতার করা হয়। সোহাগ, ইকবাল ও দুলাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপর ৮ জনকে চার দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শেষ গতকাল আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের অপরাধের কৌশল ও ধরন সম্পর্কে কোতোয়ালি জোনের এসি সাইফুল আলম মুজাহিদ জানান, গ্রেফতারকৃতরা একটি গ্রুপ তৈরি করে প্রতিদিন সন্ধ্যা বেলায় ঠিক করে নিত কোন এলাকায় ছিনতাই করবে। সে মোতাবেক নির্দিষ্ট এলাকায় অবস্থান নিয়ে টার্গেটকে অনুসরণ করে। পরে ডিবি পরিচয় দিয়ে টার্গেটের দেহ তল্লাশির নামে টাকা পয়সা ও মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
Leave a Reply