কালের বির্বতনে ও আধুনিক সভ্যতার ছোঁয়াতে পথে বসতে বসেছে কুমাররা


জে.এন.এস. ডেক্স: এক সময় পাল পাড়ার মাটির তৈরী তৈজসপত্রের কদর ছিলো সারা দেশে। সে কারণে কুমাররা ব্যস্ত সময় পার করতো মাটির হরেক রকমের তৈজসপত্র তৈরীতে। কালের বির্বতনে ও আধুনিক সভ্যতার ছোঁয়াতে পথে বসতে বসেছে কুমাররা। আগের মতো মাটির তৈরী থালা, পাতিল, বাটনা, মাটির ব্যাংক, ঢাকনা, কলসিসহ বিভিন্ন তৈজসপত্রের তেমন কদর এখন আর নেই। ফলে অনেকে ঐতিহ্যবাহী পেশা বাদ দিয়ে অন্য পেশায় যুক্ত হয়েছে। আধুনিক প্রযুক্তিতে উৎপাদিত প্লাস্টিক, ম্যালামাইন আর অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি তৈজসপত্র বর্তমান বাজার দখল করেছে।
সংবাদটি শেয়ার করুন
0
Leave a Reply