ওজু করতে গিয়ে নিখোঁজ হওয়া সেই গৃহবধূর আজো কোন সন্ধান মেলেনি


নিজস্ব প্রতিবেদক : নিখোঁজের তিনদিন পেরিয়ে গেলেও কুষ্টিয়া শহরতলীর জগতি শেখপাড়া এলাকার দুই সন্তানের জননী লিমা খাতুনের কোন সন্ধান মেলেনি। লীমার স্বামী সাকিব হাসান জনি কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়রি করে তার নিখোঁজ স্ত্রীর সন্ধানে পুলিশের সহায়তা চেয়েছেন। কিন্তু অদ্যাবধি দুই সন্তানের জননী গৃহবধূ লীমার কোন হদিস না মেলায় স্বামী সহ তার অভিভাবক চরম উৎকন্ঠায় রয়েছে। বাবা সহ স্বজনদের অভিযোগ, ‘পুলিশের উদাসিনতায়ই লীমাকে খুঁজে পাচ্ছে না’।
কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়রীতে অভিযোগ করা হয়েছে, গৃহবধু লীমা গত ৮ ডিসেম্বর ফজরের সময় ওজু করতে ঘরের বাইরে বের হয়ে আর ঘরে ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খুঁজেও লীমার সন্ধান পাওয়া যায়নি। স্বজনদের অভিযোগ, লীমার পিত্রালয় ইবির বারুইপাড়া এলাকার প্রতিবেশী প্রভাবশালী পরিবারের জনৈক প্রবাসী ইমরান লীমাকে ফুসলিয়ে নিয়ে গেছে। পুলিশকে সে তথ্য জানানো হয়েছে। কিন্তু তার পরও লীমাকে উদ্ধারে পুলিশের আগ্রহ কম। স্বামীর অভিযোগ করেন, জিডির তদন্ত কর্মকর্তা কাছে গেলে তিনি ‘দু এক দিনের মধ্যেই লীমাকে খুঁজে পাওয়া যাবে’ বলে আশ্বাস দিলেও বাসতব কোন অগ্রগতি নেই।
Leave a Reply