ইবির হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ইফতার মাহফিল


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মে) বিকালে কুষ্টিয়া শহরের বিলাসবহুল চাইনিজ রেস্টুরেন্ট চিলিস ফুড পার্কে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। স্নাতকোত্তর ও স্নাতক সকল বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
বিকেল ৬ টায় বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদুজ্জামান ফাহিমের কুরআন তিলাওয়াত দিয়ে ইফতার ও দোয়া মাহফিল শুরু হয়।
ইফতার মাহফিলে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুস সাহিদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. সেলিনা নাসরিন, অধ্যাপক ড. রুহুল আমীন, অধ্যাপক ড. আব্দুস সবুর, প্রভাষক নাজমুল হুদা, জাফর আলী, কামাল উদ্দিন, কামাল হোসেন, ইসরাত জাহান, শারমিন সুলাতানা ও শাহবুব আলম।
এছাড়াও শাহজালাল ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজার ওলিয়ার রহমান ও এক্সিম ব্যাংকের সিনিয়র অফিসার সৈয়দ এহতেশাম হাবিব আবির সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন বিভাগের শিক্ষকগণ। পরে হিসাববিজ্ঞান বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মিজানুর রহমান বিভাগের সদস্য, দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুস সালাম, সুরুজ আলী, রাসেল আহাম্মেদ, ইখতিয়ার আহাম্মেদ, সিয়াম মির্জা।
Leave a Reply